Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ কার্তিক ১৪২৫, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:৪২ পূর্বাহ্ণ
Globe-Uro

বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শিশু সমাবেশ


১৪ অক্টোবর ২০১৭ শনিবার, ০২:১৬  এএম

রাঙ্গামাটি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শিশু সমাবেশ
ছবি : বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : জাতীয় শিশু অধিকার সপ্তাহ এবং বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাঙ্গামাটি জেলা শিশু একাডেমীর উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে এক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপিকা বাঞ্ছিতা চাকমা নমাবেশে প্রধান অতিথি ছিলেন।

রাঙ্গামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে রাঙ্গামাটি জেলা সমাজ সেবা কার্যালয়ে সহকারী পরিচালক রুপ্না চাকমা, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রী চাকমা, উইপ এর নির্বাহী পরিচালক নাইউপ্র মারমা বক্তব্য রাখেন।

সমাবেশে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের সভাপতি সালেহ আহমেদ ও সহ-সভাপতি রহিমা আক্তার।

বক্তারা বলেন, বাল্যবিবাহ মানে হচ্ছে শিশু বিবাহ তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের সকলের অংশগ্রহণে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলে জনগনের মাঝে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে যে আইন রয়েছে সে আইনের ব্যবহারের মাধ্যমে এধরণের অন্যায় কাজের সাথে সম্পৃক্তদের যথাযথ শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।