Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
১০ জ্যৈষ্ঠ ১৪২৫, শুক্রবার ২৫ মে ২০১৮, ৫:২৩ পূর্বাহ্ণ
Globe-Uro

বান্দরবানে ক্ষুদ্র মুরং কমপ্লেক্স উদ্বোধন


০১ জুন ২০১৭ বৃহস্পতিবার, ০৯:৪১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বান্দরবানে ক্ষুদ্র মুরং কমপ্লেক্স উদ্বোধন

ঢাকা : বান্দরবানের আলীকদমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত মুরং কমপ্লেক্স এর তৃতীয় তলা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন বান্দরবান রিজিয়ন কর্তৃক আলীকদম জোনের তত্ত্বাবধানে নির্মিত মুরং কল্যাণ ছাত্রাবাসের তৃতীয় তলার উদ্বোধন করেন।

এসময় আলীকদম জোন কমান্ডারসহ অন্যান্য সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুরং শ্রেণির শিক্ষা সহায়তার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০১২ সালে এই কমপ্লেক্সের প্রথম তলা স্থাপিত হয়। পরবর্তীতে ২০১৫ সালে মুরং কমপ্লেক্সটির দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। এই ছাত্রাবাসে মুরং ছাত্র-ছাত্রীরা এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখা ও থাকা-খাওয়ার সুবিধা লাভ করে থাকে। বর্তমানে ৭৭ জন মুরং ছাত্র এবং ৪০ জন মুরং ছাত্রী এই কমপ্লেক্সে অবস্থান করছে।
সেনাবাহিনী ছাড়াও সাধারণ জনগণ এই `আলীকদম মুরং কল্যাণ ছাত্রাবাস` এ অনুদান প্রদান করে এর পরিচালনায় অবদান রাখছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

নৃ-গোষ্ঠি -এর সর্বশেষ

Hairtrade