Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১২:৪৭ পূর্বাহ্ণ
Globe-Uro

বাকৃবিতে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে সেমিনার


২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ০২:৪৬  এএম

বাকৃবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বাকৃবিতে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে সেমিনার
ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাড়ে ১১ টায় দিকে সোমবার বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। হেকেপ প্রকল্পের অধীনে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজিত হয়।

ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

বিশেষ অতিথি হিসাবে প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসির) সাবেক অধ্যাপক এস এম বুলবুল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. এম. এ সাত্তার মন্ডল। এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্য এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

হেকেপ প্রকল্পের অধীনে দেশের ৩৩টি প্রজাতির বিপন্ন প্রজাতির উদ্ভিদের ২৫টি জিপিএস প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১২৩টি দূর্লভ প্রজাতির চারা বিশ্ববিদ্যালয়ের বোটানিকাল গার্ডেনে আনা হয়েছে। এছাড়াও ৬টি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।