Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪ অপরাহ্ণ
Globe-Uro

বাকৃবিতে নিরাপদ ব্রয়লার ও অটোমেটেড স্প্রে সিস্টেম উৎপাদন


০৪ অক্টোবর ২০১৭ বুধবার, ০৩:৩৮  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বাকৃবিতে নিরাপদ ব্রয়লার ও অটোমেটেড স্প্রে সিস্টেম উৎপাদন
ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পোল্ট্রি বিজ্ঞান বিভাগ আয়োজিত ‘নিরাপদ ব্রয়লার উৎপাদন এবং অটোমেটেড স্পে সিস্টেম’ এর উদ্বোধন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি ফার্মে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। পোল্ট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোছাব্বির আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড.আতিকুর রহমান, অধ্যাপকড. মোঃ শওকত আলী এবং অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন পোল্ট্রি খামারের অফিসার-ইন-চার্জ অধ্যাপক ড. মোঃ ইলিয়াস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর বলেন, শিক্ষা ও গবেষনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়ভাবে ভালো অবস্থানে রয়েছে। আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপাদ খাদ্য উৎপাদনও জরুরি তাই এই দিকেও আমাদের বিশেষ নজর দিতে হবে। পরে উপাচার্য খামারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং খামার প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।