Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৪ মাঘ ১৪২৪, বুধবার ১৭ জানুয়ারি ২০১৮, ১:২৭ অপরাহ্ণ
Globe-Uro

বাকৃবিতে অনুষ্ঠিত হচ্ছে ১ম কৃষি বির্তক উৎসব


১৪ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার, ০২:৫৪  এএম

বাকৃবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বাকৃবিতে অনুষ্ঠিত হচ্ছে ১ম কৃষি বির্তক উৎসব
ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম কৃষি বিতর্ক উৎসব। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বাউডিএস) এই বির্তক আয়োজন করতে যাচ্ছে।

এতে মোট সরকারি ও বেসরকারী বিশ্ববিদ্যালয় মিলে মোট ১১ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর মিলে দু’দিন ব্যাপী র‌্যালিসহ বির্তক উৎসব আয়োজিত হবে । বুধবার বেলা দেড় টার দিকে ছাত্রশিক্ষক সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান বলেন বাউডিএসের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ. মনিরুজ্জামান।

প্রথমদিন কৃষি বিষয়ের উপর কিছু অমিংমাসিত বিষয় নিয়ে বিভিন্ন ভ্যেনু অনুষ্ঠিত হবে। পরেরদিন প্রথম দিনের বিজয়ীদের মাঝে আবার বির্তকের আয়োজন করা করা হবে। বিজয়ী ও রার্নাস আপদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

এতে আরো জানান, বিতর্ক উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে এমিরেটাস প্রফেসর ড. এম এ সাত্তার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ উপস্থিত থাকবেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea
Intlestore

শিক্ষা -এর সর্বশেষ

Hairtrade