Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ১৯ মার্চ ২০১৯, ৯:৫৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাংলা একাডেমিতে শনিবার থেকে বৈশাখী মেলা শুরু


১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার, ০৭:৪০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বাংলা একাডেমিতে শনিবার থেকে বৈশাখী মেলা শুরু

ঢাকা: বাংলা একাডেমিতে পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল থেকে শুরু হবে দশ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলা চলবে দশ বৈশাখ ( ২৪ এপ্রিল) পর্যন্ত।

বাংলা একাডেমি ও বালংদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করছে।

এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা এডাডেমি, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমিসহ রাজধানীতে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

নববর্ষকে স্বাগত জানিয়ে দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি নববর্ষের বক্তৃতা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৪ এপ্রিল সকাল সাড়ে সাতটায় একাডেমির রবীন্দ্র চত্বরে ‘বর্ষবরণ সংগীত’ অনুষ্ঠানের মদ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। বিকেলে রয়েছে নববর্ষের বক্তৃতা। একক বক্তব্য রাখবেন আবদুল মোমেন। এতে সভাপতিত্ব করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বাসসকে এই তথ্য জানান।

জাতীয় জাদুঘর পয়লা বৈশাখকে স্বাগত জানিয়ে ১৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে শিল্পী শামা রহমান সংগীত পরিবেশন করবেন। কবি সুফিয়া কামাল মিলায়তনে এই অনুষ্ঠানে রয়েছে বাঙালি সংস্কৃতির ওপর বিশেষ নৃত্যানুষ্ঠান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি বর্ষবিদায় ও নববর্ষকে স্বাগত জানাতে ১৩ ও ১৪ এপ্রিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি পয়লা বৈশাখে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

শিল্প-সংস্কৃতি -এর সর্বশেষ