Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ অগ্রাহায়ণ ১৪২৫, শনিবার ১৫ ডিসেম্বর ২০১৮, ৮:৪৯ পূর্বাহ্ণ
Globe-Uro

বহুমাত্রিক.কম’র সাংবাদিক শাহীনের পিতৃবিয়োগ


০২ মার্চ ২০১৮ শুক্রবার, ০৫:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বহুমাত্রিক.কম’র সাংবাদিক শাহীনের পিতৃবিয়োগ
-প্রয়াত মোঃ শামসুল হক

ঢাকা : ঢাকার ধামরাইয়ের বাস্তা বনেরচর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও বহুমাত্রিক.কম এবং দৈনিক করতোয়া ধামরাই প্রতিনিধি এম শাহীন আলম ও অ্যাডভোকেট আমিনুর রহমানের পিতা মোঃ শামসুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।

গত বুধবার দুপুরে ধামরাই পৌর এলাকার মডেল টাউন পাড়াস্থ নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রয়াত মোঃ শামসুল হক স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ নাতী-নাতনী,আত্মীয়-স্বজনও বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা নামাজ দুপুর একটায় পৌর এলাকার প্রধান ঈদগাহ্ ময়দানে ও দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ি বাস্তা ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাস্তা কবরস্থানে দাফন করা হয়।

সহকর্মী এম শাহীন আলম এর পিতৃবিয়োগে বহুমাত্রিক.কম পরিবার গভীরভাবে শোকাহত। এক শোক বার্তায় বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।