Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭ অপরাহ্ণ
Globe-Uro

বশেমুরকৃবি’তে শহীদ তাজউদ্দীন আহমদ এর শাহাদাৎ বার্ষিকী পালিত


০৪ নভেম্বর ২০১৭ শনিবার, ০৫:২৭  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বশেমুরকৃবি’তে শহীদ তাজউদ্দীন আহমদ এর শাহাদাৎ বার্ষিকী পালিত
ছবি : সংগৃহীত

 

বশেমুরকৃবি, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদ এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমদ এর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধক্ষ্য ড. ইমরুল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের সকল প্রাধক্ষ্য, সহকারী প্রাধক্ষ্য, প্রক্টর, সহকারী প্রক্টরসহ হলের ছাত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।