Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ চৈত্র ১৪২৫, বুধবার ২০ মার্চ ২০১৯, ৩:১০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বলিউডেও বৈশাখী আমেজ


১৪ এপ্রিল ২০১৮ শনিবার, ০৯:৪৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বলিউডেও বৈশাখী  আমেজ

ঢাকা : প্রতি বছরের মতো ১৪ এপ্রিল পহেলা বৈশাখের আমেজ দেখা গেলো বলিউড তারকাদের মধ্যেও। নতুন আশার হাওয়ায় শান্তি ও সমৃদ্ধি জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টা ২২ মিনিট কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন টুইট করেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা। সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা ও ঐক্য থাকুক।’

এর কিছুক্ষণ আগে অভিনেতা অনিল কাপুর টুইটারে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা সবার ইচ্ছে পূর্ণ করুন। নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনেক সাফল্য ও সুখ-সমৃদ্ধি। বৈশাখ শুভ হোক।’

অনিলেরও আগে সকাল সোয়া ১০টায় হিন্দি ভাষায় ‘পিঙ্ক’ ছবির অভিনেত্রী তাপসী পান্নু টুইট করেছেন। এর বাংলা করলে দাঁড়ায়, ‘সবাইকে অভিনন্দন।’

তবে সবার আগে সকাল ১০টায় টুইটারে বৈশাখী শুভেচ্ছা জানান সুপারস্টার অক্ষয় কুমার। তিনি পাঞ্জাবি ভাষায় যা লিখেছেন তার বাংলা অনেকটা এরকম, ‘বৈশাখ শুভ হোক। হাসুন ও আনন্দে থাকুন।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।