Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ৭:২৮ পূর্বাহ্ণ
Globe-Uro

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ১৮ বিচারপতির শ্রদ্ধা


০৬ জুলাই ২০১৮ শুক্রবার, ০৫:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ১৮ বিচারপতির শ্রদ্ধা
ছবি : পিআইডি

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নবনিযুক্ত ১৮ বিচারপতি।

শুক্রবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানান ।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আদালতের জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত বিচারপতিরা হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্যা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, বিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

আইন -এর সর্বশেষ