Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ কার্তিক ১৪২৫, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৬:২১ পূর্বাহ্ণ
Globe-Uro

বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় শিশু নিহত


১৩ জানুয়ারি ২০১৮ শনিবার, ০৮:৪৩  পিএম

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় শিশু নিহত

বগুড়া : বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীযরা জানান, নানার বাড়িতে বেড়াতে এসে কন্যা শিশুসহ তিনজন উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় উঠার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয় এবং অপর দুই জন গুরুতর আহত হন।

পরে তাদের দ্র্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার এসআই আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।