Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৫:০৭ পূর্বাহ্ণ
Globe-Uro

বগুড়ায় জামায়াতের ২২ নেতাকর্মী আটক


১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, ০১:৩৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বগুড়ায় জামায়াতের ২২ নেতাকর্মী আটক

বগুড়া : বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াতের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে নন্দীগ্রাম উপজেলার বিজরুল এলাকায় উপজেলা জামায়াতের আমির আনারুল ইসলামের বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় আনারুলসহ ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, জিহাদী বই ও কয়েকটি মোটরসাইকেল জব্ধ করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া সদর এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ছয় নারী নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।