১১ আগস্ট ২০১৮ শনিবার, ১২:০৫ পিএম
বহুমাত্রিক ডেস্ক
ঢাকা : সার্ভারে ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।
আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সার্ভারে ত্রুটি দেখা দিলে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়। মেরামতের পর বেলা সাড়ে ১১টার দিকে ফের টিকেট বিক্রি শুরু হয় বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।