Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:১১ পূর্বাহ্ণ
Globe-Uro

ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থার উন্নতি


০৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার, ০৯:১০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থার উন্নতি

ঢাকা : মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর বুধবার দুপুরে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অর্থোপেডিক বিভাগে চিকিৎসা চলাকালে তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। তার চিকিৎসায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের পরামর্শে বুধবার রাতে তার পায়ের গোড়ালির অস্ত্রোপচার করা হয়।

ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট) সাইফুর রহমান লেলিন জানান, ভর্তি করার পর তার শারীরিক অবস্থা যে পর্যায়ে ছিল এখন সে তুলনায় অনেক উন্নতি হয়েছে। হাসপাতালের সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ল্যাব এইডে সিসিইউতে ফেরদৌসী প্রিয়ভাষিণী

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

শিল্প-সংস্কৃতি -এর সর্বশেষ