Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ কার্তিক ১৪২৫, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:৩৯ পূর্বাহ্ণ
Globe-Uro

ফিলিস্তিনে হামাস প্রধানের গণঅভ্যুত্থানের ডাক


০৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার, ০৩:৪৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ফিলিস্তিনে হামাস প্রধানের গণঅভ্যুত্থানের ডাক
ফাইল ছবি

ঢাকা : ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে হামাসের প্রধান ইসমাইল হানিয়া নতুন করে ইনতিফাদা বা গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস বৃহস্পতিবার এই ডাক দেন।

ইসমাইল হানিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন বলেন, ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে আমাদের ইনতিফাদার ডাক দেয়া উচিত। ট্রাম্পের এই সিদ্ধান্ত ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

উল্লেখ্য, ওয়াশিংটন সময় বুধবার হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তবে এ সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হওয়ার পাশাপাশি পুরো বিশ্বের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।