Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ২৬ মার্চ ২০১৯, ২:২২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ফিলিপাইনের রহস্যময় ‘চকোলেট’ পাহাড়


০৯ জুন ২০১৮ শনিবার, ১১:০৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


ফিলিপাইনের রহস্যময় ‘চকোলেট’ পাহাড়

ঢাকা : ফিলিপাইনের বোহল দ্বীপের উপর দিয়ে উড়োজাহাজ কিংবা হেলিকপ্টারে উড়ে যাবার সময় নিচের দিকে তাকালে এক অভূতপূর্ব দৃশ্য নজরে পড়বে। মনে হবে যেন মাঠের ভেতর সারি সারি খড়ের গাদা বসানো। এগুলো আসলে সারি সারি ঢিবির মতো পাহাড়। শুকনোর দিনে সব কটির রং বাদামি। যেন প্রকাণ্ড এক একটি খাঁজকাটা চকোলেট।

এক হাজার ৭৭৬টি পাহাড় আছে এখানে। দেখতে সব কটি প্রায় একই রকম। ২০ বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই পাহাড়গুলোর উচ্চতাও প্রায় একই রকম, ৪০০ ফুটের কাছাকাছি। এটি প্রকৃতির অপার বিস্ময় বলে উল্লেখ করেছে গবেষকরা। সবুজে ঢাকা পাহাড়গুলো মানুষ বানায়নি, তা সম্ভবও নয়। তবে কী করে হলো?

প্রকৃতিবিশারদরা বলছেন, আগ্নেয়গিরি থেকেই এমনটা হয়েছে। কেউ বলছেন, সাগরের তলদেশের আগ্নেয়গিরি ফেটে গিয়ে তলা থেকে বুদ্বুদের মতো ফুলে গেছে মাটি। আবার ওপরে থাকা কোনো আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে লাভা ছড়িয়ে পড়েও এমনটা হতে পারে বলে মনে করা হয়।

ফিলিপাইনের বোহোল পৌরসভায় এই চকোলেট পাহাড়গুলোর অবস্থান। ডোম আকৃতির এই পাহাড়গুলো দেখে অগণিত মানুষের চোখ জুড়ায়। ঋতু অনুসারে পাহাড়গুলোর রং বদল হয়। সবচে সুন্দর লাগে এর চকোলেট রং। ফিলিপাইনের পর্যটন আকর্ষণের মধ্যে এটা হচ্ছে অন্যতম। ২০০৬ সালে ইউনেসকে এগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।