Bahumatrik :: বহুমাত্রিক
 
২ মাঘ ১৪২৫, বুধবার ১৬ জানুয়ারি ২০১৯, ৬:৩১ পূর্বাহ্ণ
Globe-Uro

ফিনান্সিয়াল এক্সপ্রেসের রহমান জাহাঙ্গীর আর নেই


২৬ মার্চ ২০১৮ সোমবার, ০২:২০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ফিনান্সিয়াল এক্সপ্রেসের রহমান জাহাঙ্গীর আর নেই

ঢাকা : জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের এডিটরিয়াল কনসালটেন্ট রহমান জাহাঙ্গীর আর নেই।

তিনি সোমবার ভোর পৌনে ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

রহমান জাহাঙ্গীর অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের সিনিয়র সাব-এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়াও তিনি ইন্ডিপেনডেন্ট, ডেইলি স্টার, নিউজ টুডেসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এক বিবৃতিতে রহমান জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

গণমাধ্যম -এর সর্বশেষ