Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:০৫ পূর্বাহ্ণ
Globe-Uro

পূরবী মুখোপাধ্যায় আর নেই


০৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার, ০৮:৪০  এএম

বহুমাত্রিক ডেস্ক


পূরবী মুখোপাধ্যায় আর নেই

ঢাকা : প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী পূরবী মুখোপাধ্যায় আর নেই। সোমবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন পূরবী মুখোপাধ্যায়। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রবীন্দ্রসংগীত শিল্পী।

মঙ্গলবার সকালে শিল্পীর মরদেহ পিস হাভেনে শায়িত থাকবে। সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।

আমেরিকা থেকে পূরবীর মেয়ে ফিরে আসার পর শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।