Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৪ আষাঢ় ১৪২৫, সোমবার ১৮ জুন ২০১৮, ৫:১৯ অপরাহ্ণ
Globe-Uro

পারিপার্শ্বিক


০৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার, ০২:১৬  এএম

আকিব শিকদার

বহুমাত্রিক.কম


পারিপার্শ্বিক

থাবার আড়ালে থাকে সিংহের নখর
কুকুরেরাই পৃথিবীকে নখ দেখিয়ে বেড়ায়
আমরা তো জানি, কার খামচি বেশি শক্তিধর।

শিং আড়াল করে রেখেছি বলে ভেবো না শিং নেই
গুতো আমরাও পারি দুরন্ত বাইসনের মতো
আমাদেরও আছে প্রতিউত্তর দেবার মতো যথার্থ জোর
কথার খোঁচায় মনেতে ধরাতে পারি দারুণ ক্ষত।

প্রাণিকূলে হাতির দাঁতই বৃহৎ এবং ভয়ংকর
অথচ হাতি কাউকে দিয়েছে কামড়ে
স্বপ্নেও দেখিনি, শুনিনি সে খবর।

ঘেউ-ঘেউয়ে কুকুর কদাচিৎ কামড়ায়, আকাশে
মেঘের হাঁকডাক বেশি থাকলে বৃষ্টি ঝরে কম
ঘুড়ি যতো উপরে ওঠে, ততই হয় স্থির
মাটির কাছাকাছি এলেই ছটফটানো উদ্যম।

যদি সত্যিকার গুণীজন হয়ে থাকো, তবে...
অহেতুক পেটাতে হবে না চারিত্রিক গুণ-ঢাক
পৃথিবীর মানুষেরা তোমায় অনায়াসে চিনে ল’বে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

ভাষা ও সাহিত্য -এর সর্বশেষ

Hairtrade