Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ অগ্রাহায়ণ ১৪২৫, বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর ২০১৮, ২:৩৭ অপরাহ্ণ
Globe-Uro

পানামার কোপা এয়ারলাইনের ফ্লাইট ৩ মাসের জন্য স্থগিত


০৬ এপ্রিল ২০১৮ শুক্রবার, ০৩:৪২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


পানামার কোপা এয়ারলাইনের ফ্লাইট ৩ মাসের জন্য স্থগিত

ভেনিজুয়েলা পানামার কোপা এয়ারলাইনের সকল ফ্লাইট তিনমাসের জন্য স্থগিত করেছে। ল্যাটিন আমেরিকার এ দু’টি দেশের মধ্যে কূটনৈতিক বিরোধের জের ধরে কারাকাস এমন ঘোষণা দিলো। বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

জাতীয় বেসামরিক বিমান সংস্থা (আইএনএসি) জানায়, ভেনিজুয়েলায় যাতায়াত করা কোপা এয়ারলাইনের সকল ফ্লাইট ৬ এপ্রিল ২০১৮ সাল থেকে পরবর্তী তিনমাস স্থগিত থাকবে। ভেনিজুয়েলার অর্থ ব্যবস্থার সুরক্ষার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হলো।

পানামা বৃহস্পতিবার ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বহিস্কারের নির্দেশ দেয় এবং দেশটি দায়িত্ব পালন করা তাদের দূতকে দেশে ডেকে পাঠায়। পানামার অনেক সিনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানির ওপর কারাকাস নিষেধাজ্ঞা আরোপ করায় পানামা এমন পদক্ষেপ নেয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

বিমান ও পর্যটন -এর সর্বশেষ