Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ মাঘ ১৪২৫, রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ১:২৯ অপরাহ্ণ
Globe-Uro

পানমুনজাম: দিনের বেলাতেও পা রাখতে ভয় পাবেন এখানে!


১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, ১০:১৯  এএম

বহুমাত্রিক ডেস্ক


পানমুনজাম: দিনের বেলাতেও পা রাখতে ভয় পাবেন এখানে!
ফাইল ছবি

ঢাকা : উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা শেষ হয়েছে৷ আর এই আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে পানমুনজাম নামক স্থানকে৷ এই পানমুনজাম বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্থান বলে পরিচিত৷

যদিও এখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে৷ তাও এখানে যারাই আসে, তাদের এখানে প্রবেশের আগে এমন এক ডকুমেন্টে সই করিয়ে নেওয়া হয় যেখানে লেখা থাকে, এই স্থানে প্রবেশের ফলে মৃত্যু হতে পারে বা আঘাত লাগতে পারে৷ কিন্তু কেন এমন বলা হয় জানেন কি?

উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উইন্টার অলিম্পিক নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় এই অলিম্পিক হওয়ার কথা৷ এতে উত্তর কোরিয়ার টিম-ও অংশগ্রহণ করবে৷ এই নিয়ে পানমুনজামে দুই দেশের প্রতিনিধিমণ্ডল আলোচনায় বসেছে বলে জানা গিয়েছে৷

১৯৫৩-তে গৃহযুদ্ধের পরে এখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়৷ অসামরিক এলাকা বলেও ঘোষণা করা হয়৷ এখানে অস্ত্র রাখার অনুমতিও নেই৷ এতকিছুর পরেও কিন্তু ভয় জড়িয়ে রয়েছে এই স্থানকে৷

উত্তর কোরিয়া থেকে পালিয়ে বহু মানুষ এই এলাকা দিয়েই অন্যত্র যায়৷ আর এর মাঝে ধরা পড়ে গেলে উত্তর কোরিয়ার সেনার গুলিতে ঝাঁঝরা করে দেয় সেই ব্যক্তির দেহ৷ এক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই পানমুনজামে এমন এক কনফারেন্স রুম রয়েছে যা দুই দেশের জমির ওপর নির্মিত৷

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।