Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ১৯ মার্চ ২০১৯, ১০:৩৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পরিস্থিতির প্রয়োজনে সংসদ নির্বাচনে সেনা মোতায়েন : কাদের


০৭ জুন ২০১৮ বৃহস্পতিবার, ০১:১৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


পরিস্থিতির প্রয়োজনে সংসদ নির্বাচনে সেনা মোতায়েন : কাদের

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সিইসি কি বলেছে, এটা আমাদের বোঝা উচিত। সিইসি বলেছেন, ‘মনে হয় সেনাবাহিনী মোতায়েন হতে পারে।’

তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন তো পরিস্থিতির প্রয়োজনে ইসি অনুরোধ করবে সরকারকে, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন প্রয়োগকারী যে সংস্থা ইসির অধীনে যাবে, সেনাবাহিনী কিন্তু এর মধ্যে নেই।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন,‘পরিস্থিতির প্রয়োজনে নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলে সরকার সহযোগিতা করবে।’

তিনি আরো বলেন, ‘আমরাও কিন্তু বলিনি সেনাবাহিনী মোতায়েন হবে না। যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করবে, তাহলেই কেবল সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।