Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
১০ আষাঢ় ১৪২৫, রবিবার ২৪ জুন ২০১৮, ৯:০৩ অপরাহ্ণ
Globe-Uro

নড়াইলে সাপের কামড়ে দুই জনের মৃত্যু


০৩ জুন ২০১৮ রবিবার, ১২:০২  এএম

সবুজ সুলতান, নড়াইল প্রতিনিধি

বহুমাত্রিক.কম


নড়াইলে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

নড়াইল : নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় সাপের কামড়ে দু’জনের মৃত্যু হয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের অহিদুল মোল্যার ছেলেকে শামীউল মোল্যা (১৩) শুক্রবার সন্ধ্যায় বাড়িতে সমবয়সীদের সাথে খেলা করার সময় খড়ের পালা থেকে তাকে সাপে দংশন করে।

নড়াইল হাসপাতালে ভর্তির পর ভ্যাসকিন না থাকায় খুলনায় নেয়ার পথিমধ্যে শামীউল মারা যায়।এদিকে, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের বিশ্বজিত দে’র ছেলে শান্ত (৩৫) শুক্রবার বিকেলে বাড়িতে রান্নাঘরে কাজ করার সময় সাপে দংশন করে।

নলদী ইউনিয়নের সদস্য বাদশা মিয়া জানান, নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

জাতীয় -এর সর্বশেষ

Hairtrade