Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৪৫ পূর্বাহ্ণ
Globe-Uro

নড়াইলে খালেদার মামলার আদেশ ৫ আগস্ট


০২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার, ০৭:০৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


নড়াইলে খালেদার মামলার আদেশ ৫ আগস্ট

ঢাকা : নড়াইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানি মামলার শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ এ আদেশ দেন।

স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘বির্তকিত বক্তব্য’ দেয়ার অভিযোগে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।

জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে এ মানহানির মামলা দায়ের করেন।

খালেদা জিয়ার পক্ষে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন। এর আগে গত ২৯ জুলাই রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

-ইউএনবি

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।