Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ চৈত্র ১৪২৫, বুধবার ২০ মার্চ ২০১৯, ৩:১১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে স্কুলছাত্র নিহত


১৬ এপ্রিল ২০১৮ সোমবার, ১২:০২  পিএম

নোয়াখালী সংবাদদাতা

বহুমাত্রিক.কম


নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে স্কুলছাত্র নিহত

নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলায় পড়ার টেবিলে সন্ত্রাসীদের গুলিতে নিরব উদ্দিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় বাবা মিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন।সোমবার রাতে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড ভেজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরব (১২) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিরাজ উদ্দিনের ছেলে।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী রাত ৮টার দিকে মিরাজের বাড়িতে ঢুকে হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি করে। এ সময় মিরাজের ছেলে নিরব টেবিলে বসে বই পড়ছিল।

সেখানে সন্ত্রসীদের গুলিতে নিরব ও বাবা মিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন নিরব মারা যায়। এ ব্যাপারে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।