Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

‘নেতাজিকে মিত্রদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছিলেন নেহেরু’

অমৃত দে

প্রকাশিত: ০৪:১২, ২৩ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:২১, ২৫ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

‘নেতাজিকে মিত্রদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছিলেন নেহেরু’

ছবি: বহুমাত্রিক.কম

কলকাতা থেকে: ভারতের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ মিত্রদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরবর্তী সময়ে আরেক প্রধানমন্ত্রী গান্ধীও একই চেষ্টা করেন।

নেতাজির জন্মদিনের প্রাক্কালে রোববার কলকাতার চারুমার্কেট এলাকায় নেতাজি অনুরাগীদের দ্বারা সংবর্ধিত হওয়ার সময় এসব তথ্য জানান আজাদ হিন্দ ফৌজের বীরযোদ্ধা শতবর্ষী কর্নেল অমর বাহাদুর (এবি সিং) সিং(১০২)।

গণমাধ্যমকর্মী ও নেতাজি অনুরাগীদের তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী তকমা পাওয়ার কারণেই স্বাধীন ভারতে নেতাজি জনসমকক্ষে আসেননি। এমনকী ব্রিটিশ মিত্রবাহিনীর হাতে তুলে দিতে চুক্তি করেছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধীও এ চেষ্টা করেন।’

অপরদিকে, বিমান দুর্ঘটনায় নেতাজির মারা যাওয়ার কথিত দাবিকেও উড়িয়ে দেন এই আইএনএ যোদ্ধা।

পশ্চিমবঙ্গের আসানসোলে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন কর্নেল এবি সিং। এখান থেকে আসানসোল যাবেন তিনি। সেখানে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ভিডিও দেখতে ক্লিক করুন

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer