Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৪ শ্রাবণ ১৪২৫, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮, ৫:২৯ অপরাহ্ণ
Globe-Uro

নিরস্ত্রীকরণ চূড়ান্ত না হওয়া পর্যন্ত উ. কোরিয়ার ওপর অবরোধ থাকবে


০৮ জুলাই ২০১৮ রবিবার, ০৬:২৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


নিরস্ত্রীকরণ চূড়ান্ত না হওয়া পর্যন্ত উ. কোরিয়ার ওপর অবরোধ থাকবে

ঢাকা : উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশটির ওপর অবরোধ বলবৎ থাকবে। রোববার মার্কন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই কথা জানান। 

পিয়ংইয়ং এ বৈঠক শেষে মাইক পম্পেও টোকিওতে বলেন, উত্তর কোরিয়ার চূড়ান্ত পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি যাচাই না হওয়া পর্যন্ত দেশটির ওপর অবরোধ অব্যাহত থাকবে।

টোকিওতে জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পিয়ংইয়ং এর আলোচনার বিষয় অবহিতকালে তিনি একে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন।

তবে পম্পেও পিয়ংইয়ং ছেড়ে যাওয়ার পরই উত্তর কোরিয়া দ্রুত পারমাণবিক নিরস্ত্রকরণে ওয়াশিংটনের দাবিকে একতরফা উল্লেখ করে এবং প্রত্যাখ্যান করে এক বিবৃতি দেয়।পম্পেও জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন, চূড়ান্ত পারমানবিক নিরস্ত্রীকরণ কার্যক্রম যাচাই করা হবে এবং এ ব্যপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট কিম দু’জনই একমত।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

অর্থনীতি -এর সর্বশেষ

Hairtrade