Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ৫:৪৭ পূর্বাহ্ণ
Globe-Uro

নিখোঁজ সাংবাদিক উৎপলের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার, ০৫:০৩  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


নিখোঁজ সাংবাদিক উৎপলের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ঢাকা : ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের বাবা চিত্তরঞ্জন দাস।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

চিত্তরঞ্জন দাস বলেন, কষ্ট করে ছেলে-মেয়েকে মানুষ করেছি। একটাই চাওয়া আমার ছেলেটা যাতে তার মায়ের কোলে ফিরে আসতে পারে।

তিনি বলেন, দুটি নম্বর থেকে দুইবার উৎপলের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা চাওয়া হয়। তবে টাকা দেয়ার আগে সন্তানের সঙ্গে কথা বলতে চাইলে সংযোগ কেটে দিয়ে আর যোগাযোগ করেনি।

সংবাদ সম্মেলনে পূর্বপশ্চিমের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান, সম্পাদক খুজিস্তা নূর ই নাহরীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। 

গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার সাংবাদিক উৎপল দাস (২৯)।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।