Bahumatrik :: বহুমাত্রিক
 
২৬ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১০ ডিসেম্বর ২০১৮, ২:৩৭ অপরাহ্ণ
Globe-Uro

নিকারাগুয়ায় সম্প্রচারের সময় গুলিতে সাংবাদিক নিহত


২৩ এপ্রিল ২০১৮ সোমবার, ১২:০০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


নিকারাগুয়ায় সম্প্রচারের সময় গুলিতে সাংবাদিক নিহত
ছবি : সংগৃহীত

ঢাকা : পেনশন সংস্কার ইস্যুতে নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ সরাসরি সম্প্রচারের সময় গুলিবিদ্ধ হয়ে এক সাংবাদিক নিহত হয়েছেন।

সোমবার বিবিসি জানিয়েছে, ক্যারিবিয়ান কোস্টের শহর ব্লুফিল্ডসের এক ব্যাংকে ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে ফেসবুকে লাইভ করার সময় গুলিবিদ্ধ হন ওই সাংবাদিক।ফুটেজে দেখা যায়, অ্যাঞ্জেল গাহোনা নামের ওই রিপোর্টার গুলিবিদ্ধ হওয়ার আগ মুহূর্তে ব্যাংকের একটি ভাঙা ক্যাশ মেশিনের বর্ণনা দিচ্ছিলেন। ঠিক ওই সময়েই তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পেনশন ব্যবস্থায় পরিবর্তন আনার পর গত বুধবার থেকে নিকারাগুয়ায় প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।মানবাধিকার সংগঠন বলছে, সহিংসতায় মৃত্যুর সংখ্যা ২৫ জন ছাড়িয়ে গেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।