Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
১ শ্রাবণ ১৪২৫, মঙ্গলবার ১৭ জুলাই ২০১৮, ১২:২৬ পূর্বাহ্ণ
Globe-Uro

নগ্ন দৃশ্যে অভিনয় করতে স্বামীর অনুমতি লাগবে না :সুরভিন


১৮ এপ্রিল ২০১৮ বুধবার, ১০:৩৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


নগ্ন দৃশ্যে অভিনয় করতে স্বামীর অনুমতি লাগবে না :সুরভিন

ঢাকা : টেলিভিশন থেকে যাত্রা শুরু হলেও সুরভিন চাওলা এখন পুরোদস্তুর সিনেমার নায়িকা। ‘হেট স্টোরি ২’ সিনেমায় তার সাহসী অভিনয় কেড়ে নেয় দর্শকদের মন। ‘পার্চড` সিনেমায় অভিনয় করেও প্রশংসা পান তিনি। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি আলোচনায় আসেন।

সম্প্রতি গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ে হয়েছে বলে তার অভিনয় দক্ষতা কমে যায়নি।

২০১৫ সালে বিরাট-আনুশকার মতো ইতালিতে অক্ষয় ঠাক্করকে বিয়ে করেন সুরভিন। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসে গত বছর। বিয়ের কথা গোপন করা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এবার তিনি জানালেন, বিয়ে হয়েছে বলেই যে সাহসী দৃশ্যে অভিনয় করবেন না তা নয়।

সুরভিন জানান, অভিনয় ও ক্যারিয়ার নিয়ে স্বামীর কাছ থেকে অনেক সমর্থন পান তিনি। এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমার এই সম্পর্কে আমি অনেক উত্থান-পতন দেখেছি। তাই আমার ক্যারিয়ারের ব্যাপারে নিশ্চিত হয়েই আমি বিয়ে করেছি। তা ছাড়া বিয়ের একটি নির্দিষ্ট বয়স থাকে। আমার মনে হয়, আমি সঠিক সময়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

এরপরই সুরভিন বলেন, ‘সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে আমি আমার সহ-অভিনেতাকে চুমু খেতে দ্বিধা করব না। এমনকি নগ্ন দৃশ্যে অভিনয় করতেও আমার স্বামীর অনুমতি নিতে হবে না। তিনি কখনোই এই বিষয়ে আপত্তি করবেন না।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

মুখোমুখি -এর সর্বশেষ

Hairtrade