Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ কার্তিক ১৪২৫, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৬:২২ পূর্বাহ্ণ
Globe-Uro

দইয়ে থাকা টিকটিকি খেয়ে একজন হাসপাতালে


১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার, ০১:০৬  এএম

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


দইয়ে থাকা টিকটিকি খেয়ে একজন হাসপাতালে
ছবি : বহুমাত্রিক.কম

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মিষ্টির দোকানে দইয়ের মধ্যে টিকটিকি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই দই খেয়ে অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার রাতে গোপালগঞ্জ জেলার চন্দ্রদীঘিলীয়া গ্রামের এসকেন ভ্ুঁইয়া ও তার ভাতিজা আকাশ ভুঁইয়া আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের আত্মীয় বাড়ি বেড়াতে আসার সময় আগৈলঝাড়া থানার সামনে অবস্থিত শ্রী গুরুচাঁদ মিষ্টান্ন ভান্ডার দোকান থেকে দুই কেজি দই কিনে আত্মীয় বাড়িতে নিয়ে আসেন। তখন তাদের আত্মীয় তাদের সামনে দই খেতে দিলে এসকেন ভুঁইয়া একটি টিকটিকির অর্ধেক দধির সাথে খেয়ে ফেলেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে শ্রী গুরুচাঁদ মিষ্টান্ন ভান্ডারের মালিক রিপন হালদার জানান, দইয়ের ভেতর টিকটিকি কিভাবে পরেছে-তা আমার জানা নেই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

অসঙ্গতি প্রতিদিন -এর সর্বশেষ