Bahumatrik :: বহুমাত্রিক
 
২৬ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১০ ডিসেম্বর ২০১৮, ৭:০৬ অপরাহ্ণ
Globe-Uro

তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানোর প্রতিশ্রুতি সুচি’র


১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ১২:৫২  এএম

বহুমাত্রিক ডেস্ক


তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানোর প্রতিশ্রুতি সুচি’র

ঢাকা : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তিন সপ্তাহের মধ্যে নিরাপদে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের ৩১তম সম্মেলনের এক প্লেনারি অধিবেশনে তিনি এই প্রতিশ্রুতি দেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোএ খবর জানিয়েছে। 

সম্মেলনে সু চি জানান, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানো হবে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক জুনিয়র সাংবাদিকদের জানান, বৈঠকে সু চি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে উদ্বেগ জানান। সেখানেই দেশটির শীর্ষ নেত্রী তার দেশের এ অবস্থান তুলে ধরেন।  

গত ২৫ আগস্ট থেকে কথিত জঙ্গি হামলার অযুহাত দিয়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা, ধর্ষণ, দমন-পীড়ন অভিযান শুরু করে সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধরা। বর্বর সেই হত্যাযজ্ঞে প্রাণ বাঁচাতে গত আড়াই মাসে ৬ লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ