Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৭ অগ্রাহায়ণ ১৪২৪, বুধবার ২২ নভেম্বর ২০১৭, ১:২৮ পূর্বাহ্ণ
Globe-Uro

তথ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনায় ওবায়দুল কাদের


০৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার, ০৩:২৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


তথ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনায় ওবায়দুল কাদের

ঢাকা : ‘এরশাদ, দীলিপ বড়ুয়া, মেনন আর ইনু ছাড়া আওয়ামী লীগ এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না’ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে ইনুর পরিণতি কী হবে তা উনি ভালো করেই জানেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসিতে ছাত্রলীগের উদ্যোগে বই বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে তার কাছে জানতে চেয়েছি, তার আসলে ক্ষোভটা কেনো। তিনি নিজেও জানেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে তার অবস্থা কি হবে। আমরা এক সঙ্গে থাকতে চাই। আমরা ১৪ দলের শরীক। নির্বাচনও একসঙ্গে করবে। হয়ত কোনো কারণে একটু অভিমান।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea
Intlestore

রাজনীতি -এর সর্বশেষ

Hairtrade