Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ চৈত্র ১৪২৫, বৃহস্পতিবার ২১ মার্চ ২০১৯, ২:২৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ডুবে যাওয়া থাই নৌযান থেকে ৭ জনের লাশ উদ্ধার


০৬ জুলাই ২০১৮ শুক্রবার, ০৪:৩৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ডুবে যাওয়া থাই নৌযান থেকে ৭ জনের লাশ উদ্ধার

থাইল্যান্ডের নৌবাহিনীর সদস্যরা সাগর উপকূল থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে। উত্তাল সাগরে ডুবে যাওয়া থাই নৌযান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এতে চীনের অনেক পর্যটক ছিল।

শুক্রবার ফুকেটের এক কর্মকর্তার একথা জানিয়েছেন। 

ফুকেট প্রদেশের মুখপাত্র বুসায়া জাইপিম এএফপি’কে বলেন, নৌবাহিনীর সদস্যরা শুক্রবার সকালে উদ্ধার অভিযান চালিয়ে সাতজনের লাশ উদ্ধার করে। এনিয়ে ওই জাহাজ ডুবির ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হলো। এতে এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ