Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ শ্রাবণ ১৪২৬, বৃহস্পতিবার ১৮ জুলাই ২০১৯, ১১:৫৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত


১২ জুন ২০১৮ মঙ্গলবার, ০১:৩৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, তার শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ওয়াশিংটনের উপকণ্ঠে একটি সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘আমাদের গ্রেট ল্যারি কুডলো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দেশের বাণিজ্য ও অর্থনীতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেন। বর্তমানে তিনি ওয়াল্টার রীড মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের মাত্র কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট এ বার্তা লিখেন।

কুডলো ট্রাম্পের কর কর্তন ও হ্রাসের পদক্ষেপকে জোরালোভাবে সমর্থন করলেও আগের প্রেসিডেন্টের শুল্ক সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।ট্রাম্প প্রশাসনে যোগ দেয়ার পর থেকেই তিনি বিশ্বস্ততার সাথে তার নেতার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।