Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ ফাল্গুন ১৪২৫, রবিবার ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৪২ পূর্বাহ্ণ
Globe-Uro

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১১


০৪ জুলাই ২০১৮ বুধবার, ০৭:৩০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। জেদ্দার মোহাম্মদী এলাকায় বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে একটি মিনিবাসে বাংলাদেশি শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় টায়ার বিস্ফোরণে রাস্তার পাশে ছিটকে পড়ে বাসটি। রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ১১ বাংলাদেশি নিহত হন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।