Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ শ্রাবণ ১৪২৬, রবিবার ২১ জুলাই ২০১৯, ৫:১৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জিসিসি প্রায় এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে


০২ জুলাই ২০১৮ সোমবার, ০৯:৪৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


জিসিসি প্রায় এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে

গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) প্রায় এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে। সোমবার জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জিসিস সচিব খ ম খবিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ সুবোদ কুমার কুন্ড, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মঞ্জুরুল হক, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ রহমত উল্লাহ, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম, কালিমুল্লাহ ইকবাল, হাসান মামুন প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে জিসিসি’র দুইটি জোনে ২৭টি ওয়ার্ডে ২৫৯ টি কেন্দ্রে ৯৫ হাজার ৭১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১৪৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৪ হাজার ৫৬৪ জন শিশু রয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।