Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ অগ্রাহায়ণ ১৪২৫, রবিবার ১৮ নভেম্বর ২০১৮, ৭:১০ অপরাহ্ণ
Globe-Uro

জাতিসংঘ মিশনে বাংলাদেশি সেনা নিহত


২৭ জুন ২০১৮ বুধবার, ১২:২৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


জাতিসংঘ মিশনে বাংলাদেশি সেনা নিহত

ঢাকা : দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার সুদানের পশ্চিমাঞ্চলের মধ্য ইকাতুরিয়া অঞ্চলে একটি ত্রাণের গাড়ির নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন তিনি। এসময় সন্ত্রাসীরা আশরাফকে লক্ষ্য করে ছুঁড়লে ঘটনাস্থালেই তিনি নিহত হন।

পরে নিরাপত্তাবাহিনী সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়লে তারা পালিয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ। তবে, কোন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। এর আগে, ২০১১ সালে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫৬ জন শান্তিরক্ষী নিহত হন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ