Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ বৈশাখ ১৪২৬, শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯, ১২:৩৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে ফখরুলের বৈঠক


১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, ০৯:৫৫  এএম

বহুমাত্রিক ডেস্ক


জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে ফখরুলের বৈঠক

ঢাকা : জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বাংলাদেশের আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে বিএনপির।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতিসংঘের পাঁচজন কর্মকর্তার উপস্থিতিতে জেনকার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দলের সিনিয়র নেতাদের নিয়ে তাঁর এই সফর বলে জানান বিএনপি মহাসচিব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠক শেষেই বিএনপির মহাসচিব ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন।

এদিকে, ঢাকায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, নিউইয়র্কে জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাদের। এবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তাঁরা। 

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ