Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১২:৪৭ পূর্বাহ্ণ
Globe-Uro

চিরনিদ্রায় শায়িত বারী সিদ্দিকী


২৪ নভেম্বর ২০১৭ শুক্রবার, ০৮:০২  পিএম

নেত্রকোণা সংবাদদাতা

বহুমাত্রিক.কম


চিরনিদ্রায় শায়িত বারী সিদ্দিকী

নেত্রকোণা : চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকী।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নেত্রকোণার কার্লি গ্রামের বাউল বাড়িতে এই কিংবদন্তিকে দাফন করা হয়।

এর আগে বিকাল সাড়ে তিনটায় নেত্রকোনা জেলা শহরে বারী সিদ্দিকীর লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে হাজারো ভক্তদের ঢল নামে। বিকাল সাড়ে ৪ টায় নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা সম্পন্ন হয়।

জানাজায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিএনপি, কমিউনিস্ট জাসদসহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মী, জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পীগোষ্ঠী, শতদল শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক নেতাকর্মীরা অংশ নেন।

গত শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে বারী সিদ্দিকীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক আবদুল ওয়াহাবের তত্বাবধায়নে বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগ ছাড়াও তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।