Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ চৈত্র ১৪২৫, বৃহস্পতিবার ২১ মার্চ ২০১৯, ২:০৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চলতি সপ্তাহেই বসতে পারে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান


১২ মে ২০১৮ শনিবার, ১১:১০  এএম

মুন্সীগঞ্জ

বহুমাত্রিক.কম


চলতি সপ্তাহেই বসতে পারে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান

মুন্সীগঞ্জ : মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে শনিবার পদ্মা সেতুর চতুর্থ স্প্যান নিয়ে যাওয়া হবে। আগামী ১৪ বা ১৫ তারিখে স্প্যানটি ৪০ ও ৪১ নম্বর পিলারে বসানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ স্প্যানের সব কাজ শেষ হয়েছে। এখন এটি পিলারে বসানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। শনিবার বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’তে করে এটিকে জাজিরা প্রান্তে নেওয়া হবে।

অন্যান্য স্প্যানের মতো চতুর্থ স্প্যানটিও (সুপার স্ট্রাইকার) ১৫০ মিটার দীর্ঘ। এটি বসানো হলে পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হবে।

 

সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান, ৪২টি পিলারের ওপর স্প্যান বসবে ৪১টি। ৪০টি পিলার থাকবে নদীর ওপর ও বাকি দুটি নদীর তীরে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।