Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২:৫৮ অপরাহ্ণ
Globe-Uro

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীর মৃত্যু


১০ আগস্ট ২০১৮ শুক্রবার, ১১:৩৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীর মৃত্যু

গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দ্বগ্ধ হয়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় একটি বাড়ির নীচতলায় দোকানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল কর্মীরা জানান, গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ঋষিপাড়া মোড় এলাকার একটি দোকানে সিগারেট ধরানোর সময় পাশে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে দ্বিতল বাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় দোকানে চা খেতে আসা সড়ক উন্নয়ন কাজের ঠিকাদার কোম্পানীর প্রকৌশলী মাসুদ রানা (৩৮) আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।  এ ঘটনায় আহত হন আরও ৫ জন। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।