Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:১১ পূর্বাহ্ণ
Globe-Uro

গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার


৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার, ০১:০৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার

ঢাকা  : বিশ্বব্যাপী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বছর ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে খরা, ঝড় ও বন্যা বেড়ে যাওয়ায় এই ক্ষতির পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়।

দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশ্বে ৭৯৭টি চরম দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে।

এসব ঘটনায় বিশ্বের ১২৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়। এটি প্রায় ফিনল্যান্ডের বাজেটের সমান।
এসব দুর্যোগে বস্তুগত সম্পদের ক্ষতির হিসাব করা হলেও প্রাণহানিজনিত বা রোগবালাই ছড়িয়ে পড়ার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি অন্তর্ভূক্ত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়াজনিত কারণে দুর্যোগ অনেক বেড়ে গেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।