Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ মাঘ ১৪২৫, রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ১২:৫৭ অপরাহ্ণ
Globe-Uro

খোলা স্থানে প্রস্রাব করলেই বাজবে সিটি!


০২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ১২:৪৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


খোলা স্থানে প্রস্রাব করলেই বাজবে সিটি!
ফাইল ছবি

ঢাকা : বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে শৌচালয় নির্মাণ করা হলেও, যেখানে সেখানে প্রস্রাব করা থেকে অনেককেই আটকানো সম্ভব হচ্ছে না৷ আর এ চিত্র নতুন নয়৷ বিজ্ঞাপনের সচেতনতা প্রসার থেকে শুরু করে বহুবার সতর্ক করা হলেও কোনওভাবেই নিয়মশৃঙ্খলা মানছে না কিছু মানুষ৷

তবে এবার এই বিষয়টিকে আটকাতে উত্তর দিল্লির মেয়র প্রীতি আগরওয়াল এক অভিনব পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন৷ এবার থেকে সেখানে খোলা স্থানে প্রস্রাব করলেই বাজবে সিটি৷ এই সিটিই বন্ধ করবে এই বাজে অভ্যাস৷

মেয়রের মতে, স্বচ্ছ ভারত মিশনের জন্য উত্তর এমসিডি এলাকায় পর্যাপ্ত সংখ্যায় শৌচালয় নির্মাণ করানো হয়েছে৷ লক্ষ্যে পৌঁছতে ৩১৪ টি শৌচালয় ইতিমধ্যেই নির্মিত হয়েছে, যেখানে পুরুষদের জন্য ৩৫০৮ টি এবং মহিলাদের জন্য ৩২৩২ টি শৌচের ঘর রয়েছে৷

তিনি জণগণের কাছে আবেদন করেন, শৌচালয় ব্যবহার করার জন্য৷ পাশাপাশি কেউ খোলা স্থানে প্রস্রাব বা শৌচকর্ম করলে, তাকে প্রতিহত করতে ‘রোকো রোকো…সিটি বাজাও’ অভিযানও শুরু হবে৷

এর জন্য বিভিন্ন স্থানে এক একটি দল মোতায়েন করা হবে যারা সিটি বাজিয়ে এই ধরনের কাজ আটকাবে৷ মেয়রের এই পদক্ষেপ ইতিমধ্যেই প্রশংসা অর্জন করছে বিভিন্ন মহল থেকে৷

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

অসঙ্গতি প্রতিদিন -এর সর্বশেষ