Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ২৬ মার্চ ২০১৯, ১২:১৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

খুলে দেওয়া হল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


১৯ জুন ২০১৮ মঙ্গলবার, ০১:৫৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


খুলে দেওয়া হল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা : বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে খুলে দেওয়া হল দেশের শীর্ষ অনলাইন গণমাধ্যম  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটটি।

বিডিনিউজের খবরে বলা হয়েছে, এখন মোবাইল ফোন অপারেটরসহ অন্য আইএসপির মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট ব্রাউজ করা যাচ্ছে।

খবরে বলা হয়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক ‘ব্লক’ করতে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

প্রতিবেদনে আরও জানানো হয়, রাত ১০টার পর আরেক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিংকগুলো খুলে দেওয়ার নির্দেশনা মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে দেয় বিটিআরসি।তবে কী কারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।