Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৯ আষাঢ় ১৪২৫, শুক্রবার ২২ জুন ২০১৮, ১১:১৮ পূর্বাহ্ণ
Globe-Uro

খালেদার জামিন আদেশ সিএমএম আদালতে


১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার, ০৮:০০  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


খালেদার জামিন আদেশ সিএমএম আদালতে

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশ অনুলিপি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এসে পৌঁছেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নেজারত শাখায় এ জামিনের আদেশ হাইকোর্ট থেকে বাহক তাজুল ইসলাম নিয়ে আসেন। এর পরে এটি জুডিশিয়াল মুন্সিখানায় পেশকার ওমর ফারুক চৌধুরী গ্রহণ করেছেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়ার জামিনের আদেশ সিলগালা অবস্থায় সিএমএম আদালতে এসেছে। আগামীকাল এ মামলায় জামিননামা দেওয়া হবে।

এর আগে বিকেলে জামিন আদেশে স্বাক্ষরের পর হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় খালেদা জিয়ার জামিনের আদেশ। এর পরে সব প্রক্রিয়া শেষে হাইকোর্টের ডেসপাচ শাখা থেকে জামিন আদেশ নিম্ন আদালতের উদ্দেশে পাঠানো হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।