Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ বৈশাখ ১৪২৬, শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯, ৬:৩০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

খালেদার উপদেষ্টাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক


১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার, ১০:৫২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


খালেদার উপদেষ্টাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক

ঢাকা : খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৭৩ জন উপদেষ্টার মধ্যে ৪০ জন বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, সিনিয়র নেতাদের ডেকে এনে চলমান আলোচনার অংশ হিসেবেই উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন স্থায়ী কমিটির সদস্যরা। 

বৈঠকে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়া-না যাওয়া, কর্মসূচি, বৃহত্তর রাজনৈতিক ঐক্যসহ নানা বিষয়ে মতামত দেন উপদেষ্টারা। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।