Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ চৈত্র ১৪২৫, বৃহস্পতিবার ২১ মার্চ ২০১৯, ২:০০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

খালেদাকে বেসরকারি হাসপাতালে নিতে বিএনপির স্মারকলিপি


১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার, ০২:২৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


খালেদাকে বেসরকারি হাসপাতালে নিতে বিএনপির স্মারকলিপি

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে আজ ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এই স্মারকলিপি দেন।

সালাম আজাদ বলেন, আমরা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছি।

বৃহস্পতিবার ঢাকা ছাড়াও প্রত্যেকটি জেলায় স্থানীয় নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।