Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৭ বৈশাখ ১৪২৫, শনিবার ২১ এপ্রিল ২০১৮, ৪:০৬ পূর্বাহ্ণ
Globe-Uro

ক্যাম্পাসে ফিরেই কর্মস্থলে যোগ দিলেন ড. জাফর ইকবাল


০২ এপ্রিল ২০১৮ সোমবার, ০৮:৫২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ক্যাম্পাসে ফিরেই কর্মস্থলে যোগ দিলেন ড. জাফর ইকবাল

ঢাকা: জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সোমবার ক্যাম্পাসে ফিরেই নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সোমবার দুপুর সোয়া ১২টায় তিনি নিজ বিভাগে যোগদান করে বিকেলে ক্লাস নিয়েছেন।

চিকিৎসা শেষে ঢাকায় ১৮ দিন বিশ্রামের পর ক্যাম্পাসে ফিরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার অসুস্থতার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে। আশা করছি নিয়মিত ক্লাস নিয়ে এ ক্ষতি পুষিয়ে নেব।

ক্যাম্পাসে ফিরে জাফর ইকবাল শাবির ড. ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের নিজ কার্যালয়ে যান এবং যোগদান করে কয়েকটি জরুরী ফাইলে সাক্ষর করেন। বেলা ১টায় বিভাগের একটি সভা ও ২টায় শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি।

ড. জাফর ইকবাল শাবিপ্রবির ইইই বিভাগের বিভাগীয় প্রধান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।