Bahumatrik Logo
 
১৫ চৈত্র ১৪২৩, বুধবার ২৯ মার্চ ২০১৭, ৯:০৭ অপরাহ্ণ

কোস্টগার্ডের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী


১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ১২:২৪  পিএম

বিশেষ প্রতিবেদক

বহুমাত্রিক.কম


কোস্টগার্ডের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম : কোস্টগার্ডের জন্য আনা দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করে।

জহুরুল ঘাঁটি থেকে প্রধানমন্ত্রী পতেঙ্গা বোট ক্লাবে যাবেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বেলা পৌনে ১২টার দিকে কোস্টগার্ডের জন্য আনা জাহাজ সৈয়দ নজরুল এবং তাজউদ্দিন আহমেদের কমিশনিং অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।

সেখানে দুপুর ১টা পর্যন্ত সালাম গ্রহণ ও কমিশনিং অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ৪০ মিনিটে আবারও বোট ক্লাবে ফিরে দুপুরের খাবার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জহুরুল হক ঘাঁটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

এর মধ্যে দুপুরের খাবার গ্রহণের সময় প্রধানমন্ত্রী প্রশাসন ও দলের চট্টগ্রামের নেতাদের সঙ্গে কথা বলবেন । 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

প্রতিরক্ষা -এর সর্বশেষ

Hairtrade